Homeসব খবরক্রিকেটতারাবি নামাজের জন্য আইপিএল নিয়মিত দেখা হচ্ছে না পাপনের

তারাবি নামাজের জন্য আইপিএল নিয়মিত দেখা হচ্ছে না পাপনের

এবার তারাবী নামাজের কারণে খেলা দেখার সুযোগ কমেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। অবশ্য বাংলাদেশী ক্রিকেটাররা খেললে তবুও খেলা দেখার চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি। বিশ্বের অন্যতন জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল, অর্থের ঝনঝনানির এই আসর নজর কাড়ে সবার। ব্যতিক্রম নয় নাজমুল হাসান পাপনও, আইপিএল দেখে থাকেন বিসিবি সভাপতিও।

এবারের আইপিএলে দল পেয়েছিলেন তিন বাংলাদেশী ক্রিকেটার। তবে শেষ মুহূর্তে এসে সাকিব আল হাসান নাম প্রত্যাহার করে নেয়ায় খেলছেন শুধু মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। মোস্তাফিজ দিল্লি ও লিটন খেলছেন কলকাতার হয়ে। আর তাদের দু’জনের কেউ একাদশে থাকলে আইপিএল দেখেন কিনা, এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে।

উত্তরে নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আইপিএলের খেলা খুব একটা দেখা হচ্ছে না। আমি দেখি না যে তা না। আগে দেখি বাংলাদেশী কেউ আছে কিনা। কেউ থাকলে একটু দেখি। তবে টাইমিংটা তারাবির সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তারপরও বাংলাদেশী কেউ থাকলে দেখার চেষ্টা করি।’

ক্রিকেটারদের আইপিএলে অনাপত্তি দেয়ার ইস্যুতে পাপন বারবারই বলেছেন ফ্র্যাঞ্চাইজিরা বাংলাদেশীদের খেলাবে কী না এ নিয়ে তার সন্দেহ আছে। তা যেন ফলে গেছে। দুই ম্যাচ যাবত লিটন বসে আছেন ডাগ আউটে, মোস্তাফিজকে চাটার্ড বিমানে উড়িয়ে নিয়েও প্রথম তিন ম্যাচ বসিয়ে রেখেছে ডাগ আউটে।

আইপিএলে যে খুব বেশি ম্যাচ পাবেন না, তা নাকি ক্রিকেটাররা নিজেরাও জানতেন বলে দাবি করেছেন পাপন।তিনি বলেন, `তেমন কোনো সন্দেহ আমার ছিল না কখনো। জানে সবাই, ওরাও জানে। এটা অজানা কিছু না। যারা গেছে তারাও জানে যে খেলাবে না।’

Advertisement