Homeসব খবরবিনোদনতারকা হিসেবে নয়, সাধারণ শিক্ষার্থীর ফিল চাই : দীঘি

তারকা হিসেবে নয়, সাধারণ শিক্ষার্থীর ফিল চাই : দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে পাস করেছেন। এবার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে ভর্তি হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

দীঘিকে প্রশ্ন করা হয়েছিল ঠিক কী কারণে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আপনার? এর উত্তরে তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। এটা আসলে অনেক আগে থেকেই। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। তাই ভর্তি হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন। তাছাড়া এই বিভাগে পড়লে আমার ক্যামেরার সামনে কাজ করার পাশপাশি, ক্যামেরার পেছনের কাজগুলো নিয়েও বেশ এগিয়ে যেতে পারব। এটাও আমার একটা ইচ্ছা। তাই দেখা যাক সামনে কী হয়।

এ ছাড়া তিনি আরও বলেন, এখনও আমাদের ক্লাস শুরু হয়নি। আশা করি ক্লাস শুরু হলে আরও অনেক কিছু শিখতে পারব। আমি আসলে খুব বেশি কিছু হতে চাই না। যেখানেই যাই সেখানেই সেলিব্রিটি ফিলটা মনে করিয়ে দেয়। আসলে আমি আমার স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা রাখতে চাই না। একজন সাধারণ শিক্ষার্থীর যে অনুভবটা থাকে, সেটাই হতে চাই। স্পেশাল কিছু হতে চাচ্ছি না।

প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। কিছুদিন আগে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে। এ ছাড়া সম্প্রতি ওয়েব ফিল্মেও অভিনয় করেন তিনি। সামনে আরও বেশ কিছু সিনেমার সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন।

Advertisement