Homeসব খবরক্রিকেট‘তামিম ইকবাল খান’ এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং...

‘তামিম ইকবাল খান’ এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া : মাশরাফি

আজ বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১:৩০ মিনিটে। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি।

এর মধ্যে এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের অধিনায়ক দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পালন করবেন জেসন মোহাম্মদ।

এদিকে, ক্রিকেট জীবনে নতুন একটি জীবন শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজার উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি বিন মুর্তজা। জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। ২০২৩ বিশ্বকাপের পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের এই নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল বাহিনীকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লেখেন, “বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো শুভকামনা।

” তামিম ইকবাল খান”এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)

Advertisement