Homeসব খবরজেলার খবরতাপমাত্রা বৃদ্ধিতে মিষ্টি কুমড়া নিয়ে কৃষকের দুশ্চিন্তা

তাপমাত্রা বৃদ্ধিতে মিষ্টি কুমড়া নিয়ে কৃষকের দুশ্চিন্তা

ঠাকুরগাঁয়ের চাষিরা প্রচন্ড দাবদাহে মিষ্টি কুমড়া নিয়ে চিন্তিত। কুমড়ার বর্তমান বাজারদর ভালো থাকলেও প্রচন্ড গরমে সূর্যের তাপে কৃষকের গাছের পাতা হলুদ বর্ণ ধারন করছে। এতে জমিতে ফলন বিপর্যয় নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাজ। ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও, আখানগর, নারগুন, ভুল্লি, বড় বালিয়া, ছোট বালিয়া, আউলিয়াপুর, ঢোলারহাটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমানে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে।

এইসব এলাকার কৃষকরা মিতালি, ব্লাক সিটি সেরা ঢাকা-১, ব্লাক সুইটি ও সোহাগীসহ বিভিন্ন জাতের মিষ্টি কুমড়ার চাষ করা হয়। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বীজ দিয়ে সহেযাগিতা করা হয়েছে। তাই কৃষকরা কম খরচে বেশি লাভের আশায় মিষ্টি কুমড়ার চাষ করেছেন। আশানুরূপ ফলন পাবেন কিনা সেই চিন্তায় আছেন কৃষকরা। তবে বর্তমানে দাবদাহের কারণে কুমড়া গাছ জ্বলে হলুদ হয়ে যাচ্ছে।

সদর উপজেলার বালিয়া এলাকার চাষি হাবিব মো. আহসানুর রহমান বলেন, আমি গত মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হয়েছিলাম। তাই এবছর ৩০ একর জমিতে চাষ করেছি। জমিতে ভালো ফলন হয়েছে। বাজারে প্রতিমণ মিষ্টি কুমড়া ৭০০-৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আশা করছি এবছরও লাভ হবে।

সদর উপজেলার নারগুন এলাকার কৃষক সাইফুর রহমান বলেন, আমি এবছর ৬ বিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। প্রতিটি গাছেই ফুল এসেছে। প্রচন্ড রোদের কারণে গাছ হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। ফলন নিয়ে চিন্তায় আছি। কৃষি অফিসের সঙ্গেও যোগাযোগ করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম বলেন, এই অঞ্চলে ররি জাতের ও খরিপ-১ জাতের এই ২ ধরনের মিষ্টি কুমড়ার চাষ করা হয়। ইতোমধ্যে রবি জাতের কুমড়া বিক্রি হয়ে গেলেও খরিপ-১ জাতটি এখনো জমিতে রয়েছে। কিছুদিনের মধ্যেই এই জাতের মিষ্টি কুমড়া বাজারে উঠবে। তীব্র তাপমাত্রার ফলে গাছে হলুদ বর্ণ ধারন করেছে। এতে কৃষকরা ফলন নিয়ে চিন্তায় আছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, চলতি বছর জেলায় মোট ৩ হাজার ১৯৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই জেলার মাটি উর্বর হওয়ায় মিষ্টি কুমড়ার ফলন বেশি হয়। এছাড়াও কৃষি বিভাগ থেকে চাষিদের বীজ বিতরণসহ মাঠ পর্যায়ে যেয়ে পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

Advertisement