Homeসব খবরক্রিকেটটি-২০ বিশ্বকাপে অংশ নেবে ২০ দল

টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ২০ দল

ওয়ানডে বিশ্বকাপের মতো টি-২০ বিশ্বকাপেও দল সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল আইসিসি। যদিও ২০২১ ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপে নয়। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে স্থির হয় যে, ২০২৪ থেকে ২০৩০ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ২০টি করে দল। প্রতি দু’বছরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সুতরাং, নির্ধারিত সময়সীমার মধ্যে (২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০) মোট চারটি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

২০টি দলকে ৪টি গ্রপে ভাঙা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। গ্রুপ লিগের শেষে প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যোগ্যতা অর্জন করবে সুপার এইট পর্বের। পরে নক-আউট পর্বে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। সব মিলিয়ে টুর্নামেন্টে আয়োজিত হবে ৫৫টি ম্যাচ।

মেয়েদের টি-২০ বিশ্বকাপও আয়োজিত হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। ২০২৪-এর ইভেন্টে অংশ নেবে ১০টি দল। খেলা হবে মোট ২৩টি ম্যাচ। পরের তিনটি বিশ্বকাপে অংশ নেবে ১২টি করে দল। টুর্নামেন্টে খেলা হবে ৩৩টি করে ম্যাচ।

২০২৭ ও ২০৩১ সালে আয়োজিত হবে মেয়েদের টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট ৬টি করে দল এই টুর্নামেন্ট দু’টিতে অংশ নেবে। খেলা হবে ১৬টি করে ম্যাচ।

Advertisement