Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন সুজন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন সুজন

চলতি এশিয়া কাপে বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। তবুও আত্মবিশ্বাস হারাননি সুজন, স্বপ্ন দেখেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশ নিজেদের ধরে রাখতে পারেনি। এরপর যে কয়টা বিশ্বকাপ হয়েছে, মূল পর্বে একটি ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। এমনকি গত বছর অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছেও হারতে হয়েছিল। বিশ্বকাপের পর ১৩টি ম্যাচ খেলে জয় পেয়েছে কেবল ২টি ম্যাচে।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বুধবার গণমাধ্যমে বলেছেন, আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি নিজে সবসময়ই আত্মবিশ্বাসী। ইতিবাচক ছেলে আমি। জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় রাখি।

এই ফরম্যাটে উন্নতির জন্য পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে শুধু অধিনায়ক নন, বদলে ফেলা হয়েছে কোচও। ভারতীয় কোচ শ্রীধরণ শ্রীরামকে নিয়ে আসা হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। সুজনের আস্থা শ্রীরামে, তিনি মনে করেন এই ভারতীয় কোচের হাত ধরে টি-টোয়েন্টিতে বদলে যাবে বাংলাদেশ দল।

‘শ্রী-এর ব্যাপারে এখনই মন্তব্য করা একটু দ্রুত হয়ে যায়। তার পরও বলতে পারি, আমি খুবই খুশি, এশিয়া কাপে সে যেভাবে কাজ করেছে। ওর যেটা ক্রিকেটের দর্শন, যেভাবে চিন্তা করে ও ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, আমি পছন্দ করেছি।’

তবে সুজন মনে করেন রাস্তাটা এতটা সহজ না। অন্তত বছরখানেক সময় লাগবে পরিবর্তন দেখতে হলে। ‘তবে রাস্তাটা সহজ হবে না। কঠিন অনেক। হয়তো ৬ মাস অথবা ১ বছরের মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে, তা নয়। তবে মানসিকতার যদি বদল হয়, তাহলে অনেক খুশি হব।’

‘খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও কতটুকু আমরা মাঠে নিয়ে প্রয়োগ করতে পারি… সহজ হবে না কাজটি। খুবই চ্যালেঞ্জিং। কারণ, এই সংস্করণে দল হিসেবে আমরা অনেক নিচে এখন। এর নিচে আর যাওয়ার জায়গা নেই। এখান থেকে একটাই পথ আছে, আমরা যত তাড়াতাড়ি ওপরে উঠতে পারি। অবশ্যই আমরা ওপরে উঠব, শক্তিশালী একটা দল হব এই সংস্করণেও। তবে সময় নেবে সেটা, আমাদের সবাইকে সেটার জন্য ধৈর্য ধরতে হবে।’-যোগ করেন সুজন।

Advertisement