Homeসব খবরবিনোদনজীবন যদি এখানেই থেমে যায়, তবে কোনো আফসোস থাকবে...

জীবন যদি এখানেই থেমে যায়, তবে কোনো আফসোস থাকবে না : শাকিব

নাম্বার ওয়ান ‘কিং খান’ বলে কথা। গত শনিবার রাতে দুবাইয়ের আজমাইনে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাকে পেয়ে স্থানীয় বাঙালী প্রবাসীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তার নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত অনেকেই, ‘নাম্বার ওয়ান’, ‘কিং খান’ বলে স্লোগান দিতে থাকেন।

সেখানে উপস্থিত থেকে শাকিব বলেন, এখনই অবসরে নিয়ে ভাবছি না। আরও এক যুগ পর অবসর নিয়ে ভাববো। তবে হ্যাঁ, এই জীবনে দেশ ও বিদেশের মানুষদের যে ভালোবাসা পেয়েছি তা আমার জন্য যথেষ্ট। ছোট্ট এই দেশ থেকে এর চেয়ে বেশী আর কী বা চাওয়ার থাকে?

‘মানুষের ভালোবাসার চেয়ে জীবনে আর বড় কিছু নেই। আমি সেটা একবার নয়, বারবার পেয়ে থাকি। মাঝেমধ্যে মনে হয় আমার জীবন যদি এখানেই থেমে যায়, তবে কোনো আফসোস থাকবে না। কারণ, মানুষের সীমাহীন ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি।’

দেশ ও প্রবাসের লাখও লাখও অনুসারীর ভালোবাসায় এগিয়ে যান বলে জানান শাকিব খান। তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশে যাই। প্রতিটি দেশের প্রবাসী ভাই বোনেরা আমার প্রতি উদার ও নিঃস্বার্থ ভালোবাসা দেখায়। যখন ঘরে ফিরি তাদের সেই ভালোবাসা সঙ্গে নিয়ে যাই।’

প্রবাসীদের উদ্দেশে শাকিব খান বলেন, প্রবাসী ভাই বোনেরা পরিবার স্বজন নিয়ে বিদেশে থাকেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করেন। তারা কষ্টে করেন বিধায় তাদের পরিবার সুন্দর ভবিষ্যত পায়। আমার কাছে এই প্রবাসী ভাই বোনেরাই আসলে ‘রিয়েল হিরো’।

Advertisement