Homeসব খবরজেলার খবরজাব্বিরের ২০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা

জাব্বিরের ২০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা

বর্তমানে ৪ বিঘা জমিতে ফেস্টিবল জাতের স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন। আশা করছেন ১৮-২০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন। স্ট্রবেরি চাষে সফল জাব্বির হোসেন। স্নাতকত্তোর পাশ করে চাকুরির পেছনে না ছুটে কৃষি কাজ করার চিন্তা করেন জাব্বির হোসেন। তারপর কৃষি বিভাগ থেকে প্রশিক্ষন নিয়ে কাজে লেগে পড়েন।

জাব্বির হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের বাসিন্দা। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষি কাজে যোগ দেন। কৃষির উপর প্রশিক্ষণ নেন। বিদেশি জাতের ফল স্ট্রবেরির চাষ করে সফল হয়েছেন। প্রায় ১৮-২০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির আশা করছেন। ৪ বিঘা জমিতে প্রায় ১৮ হাজার স্ট্রবেরির চারা লাগিয়েছেন।

জাব্বির হোসেন বলেন, আমি ২০১৫ সালে স্নাতকোত্তর পাস করি। তারপর চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করে উদ্যোক্তা হওয়ার চিন্ত করি। সেই লক্ষ্যে কৃষি অফিসে যোগাযোগ করি এবং কৃষির উপর প্রশিক্ষণ গ্রহন করি। তারপর গাজিপুর থেকে ফেস্টিবল জাতের স্ট্রবেরির ১৮ হাজার চারা কিনে ৪ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে মালচিং পদ্ধতিতে চাষ শুরু করি। ফল পাকতে শুরু করেছে। প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করেছি। আশা করছি ১৮-২০ টাকার বিক্রি করতে পারবো। স্ট্রবেরি চাষে আমার ৬ লাখ টাকা খরচ হয়। স্থানীয় বাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারের কাছে বিক্রি করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, স্ট্রবেরি বিদেশি উচ্চ মূল্যের একটি ফল। নন্দীগ্রামে তরুন কৃষি উদ্যোক্তা মোঃ জাব্বির হোসেনের হাত ধরেই স্ট্রবেরির চাষের যাত্রা শুরু হয়েছে। আশা করছি আগামীতে আরো নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে স্ট্রবেরি চাষে সকল সুবিধা এবং পরামর্শ প্রদান করে আসছি।

Advertisement