Homeফুটবল‘চ্যাম্পিয়ন হওয়ার পর কেউই ঘুমাতে পারেনি, খেতেও পারেনি ঠিক...

‘চ্যাম্পিয়ন হওয়ার পর কেউই ঘুমাতে পারেনি, খেতেও পারেনি ঠিক মতো’

সাফের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরা ফুটবলাদের বিমানবন্দরে দেয়া হয়েছে রাজসিক সংবর্ধনা। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এমন বিরল সংবর্ধনা আর কেউ পায়নি। যেমনটা পেয়েছে নারী সাফের চ্যাম্পিয়নরা। তাদের বরণ করে নিতে একযোগে দাবি জানিয়েছে গোটা দেশ। ফুটবলারদের সঙ্গে দেশবাসীরে আবদারও মিটিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নেপাল থেকে প্রথমবারের মতো সাফের শিরোপা নিয়ে বিমানবন্দরে পা রাখতেই । ফুলের মালা দিয়ে বরণ করা হয় তাদের। এরপর ছাদখোলা বাসে চড়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাফুফে ফিরেন বাঘিনীরা। কেমন ছিল সাবিনা-সানজিদা-কৃষ্ণাদের শিরোপা জয়ের রাতগুলো?

সানজিদা বলেন, আমরাই প্রথম সব জায়গায় ইতিহাস সৃষ্টি করেছি। ২০১৫ সালে আমরা প্রথম নেপালে অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন হই। এবারও আমরা সিনিয়র সাফ চ্যাম্পিয়ন হয়েছি। সেটা অন্যরকম একটা ভালো লাগার বিষয়।

চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন কাটলো সানজিদার সময়গুলো। এমন প্রশ্নের জবাবে এই তারকা ফুটবলার বলেন, চ্যাম্পিয়ন হওয়ার পর ভাবতে পারি নাই যে চ্যাম্পিয়ন হয়ে গেছি। তবে আশা রেখেছিলাম যে আমরা চ্যম্পিয়ন হবো। তারপর আমরা যখন অনেক গান, নাচানাচি করে রুমে আসি খাওয়া দাওয়া করে আর ঘুম হয় না। ঘুম হয় না হয় না, সেটার কারণও খুঁজে পাই না। ব্রেকফাস্ট করতে গিয়ে অনেককেই জিজ্ঞাস করছি এই তোমার ঘুম হয়েছে, তোমার ঘুম হয়েছে? কেউই বলে না ঘুম হয় নাই। তার মানে একটাই কারণ আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই ঘুম হয় নাই। খাওয়া-দাওয়াও ভালো করে করতে পারছিলাম না।

Advertisement