Homeসব খবরবিনোদনচার মাসে মা হলেন নয়নতারা, যা জানা গেল তদন্ত...

চার মাসে মা হলেন নয়নতারা, যা জানা গেল তদন্ত প্রতিবেদনে

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা দিয়ে এ বছরের (৯ জুন) সাত পাকে বাঁধা পড়েন তারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের চার মাসের মাথায় যমজ পুত্রসন্তানের বাবা-মা হন ভিগনেশ ও তার স্ত্রী অভিনেত্রী নয়নতারা।

রোববার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করেন পরিচালক নিজেই। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকেই মা হওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী এই দম্পতি। বিশেষ করে নয়নতারা। এ নিয়ে যখন জলঘোলা হয়েছে, ঠিক তখনই সামনে এলো আরও তথ্য।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সারোগেসি পদ্ধতিতে মা–বাবা হয়েছেন নয়নতারা-ভিগনেশ। তবে এই দম্পতি সারোগেসি আই’ন ভঙ্গ করেছেন কি না, তা জানার জন্য তদন্ত করেছে তামিলনাড়ু রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে নতুন আই’ন বলছে, শারী’রিকভাবে সন্তান ধারণে অক্ষ’ম নারী ও ৩৫ থেকে ৪৫ বছর বয়সি বিধবা নারী সারোগেসি পদ্ধতিতে মা হতে পারবেন। এ ছাড়া আর সব নারীর জন্য সারোগেসি পদ্ধতি নিষি’দ্ধ। চলতি বছরের শুরুতেই ভারতে এ আইন চালু হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, অভিনেত্রী নয়নতারা কি সন্তান ধারণে অ’ক্ষম? শুধু তাই নয়, এ তারকা দম্পতি কি সব নিয়ম মেনেই সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন?

তদন্ত দলকে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন তারা উভয়ই। তারা জানান, সব নিয়ম মেনেই মা-বাবা হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনও বলছে, এই দম্পতি আইন মেনেই সন্তান জন্ম দিয়েছেন। বিয়ের পাঁচ বছর পার হলেই সারোগেসির আবেদন করা যায়। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকে হতে হবে নিকটাত্মীয়। এই নিয়ম মেনেই ২০২১ সালে এক নিকটাত্মীয়র সঙ্গে সারোগেসির চুক্তি হয় নয়নতারা ও ভিগনেশের।

তদন্ত কর্মকর্তারা আরও জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ভারতে বাণিজ্যিকভাবে সারোগেসি নিষি’দ্ধের প্রক্রিয়াটি শুরু হয়। আর সে আ’ইন কার্যকর হওয়ার নয়নতারা-ভিগনেশ তাদের সারোগেসি চুক্তি সম্পন্ন করেছিলেন। তাছাড়া চলতি বছরের জুন বিয়ের আনুষ্ঠানিকতা হলেও ৬ বছর আগেই নাকি বিয়ের নিবন্ধন হয়েছে নয়নতারা-ভিগনেশের। সেই নথি তদন্ত দলকে জমা দিয়েছেন এ তারকা দম্পতি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিগনেশ লেখেন, নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ের সময় নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। তারপর প্রেম থেকে বিয়েতে পূর্ণতা পায় তাদের সম্পর্ক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement