Homeসব খবরজেলার খবরচাঁদপুরে ইলিশে সয়লাব, কমেছে দামও

চাঁদপুরে ইলিশে সয়লাব, কমেছে দামও

ক্রেতার আশানুরূপ দাম না কমার কথা জানলেও আড়তদাররা বলেছেন, ইলিশের এমন সরবরাহ থাকলে দাম আরও কমতে পারে। চাঁদপুরে মাছের ঘাটগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ। আড়তদাররা জানিয়েছে, গত তিন থেকে চার দিনে ঘাটে দুই থেকে তিন হাজার মণ ইলিশ এসেছে। আর ইলিশের এমন সরবরাহে দাম কমেছে কেজিতে অন্তত ২০০ টাকা।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘাটে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ৮০০ থেকে সাড়ে ৯০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা, এক হাজার ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ এক ৬০০ টাকা থেকে এক ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। মাছ বিক্রেতারা জানিয়েছে, এই দাম গত সপ্তাহের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা কম।

আড়তদাররা জানিয়েছেন, কিছুদিন যাবত ঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেক বেশি ছিল। তবে মৌসুমের শেষ সময়ে গত তিন-চার দিন ধরে গড়ে দুই থেকে হাজার মণ ইলিশ এসেছে। যদিও ঘাটে আসা এসব ইলিশের অধিকাংশই ভোলা, সন্দ্বীপ ও হাতিয়ার।

এদিকে, মাছ ব্যবসায়ী সংগঠনের নেতার জানিয়েছেন, ঘাটে পদ্মা, মেঘনার ইলিশের আমদানি বেড়েছে। এখন দাম সাধারণ ক্রেতাদের নাগালে আছে। তবে ইলিশের প্রজনন মৌসুমের নিষে’ধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত ইলিশের সরবরাহ এমন থাকলে দাম আরও কিছুটা কমবে।

Advertisement