Homeসব খবরবিনোদন‘চাঁদনী’ খ্যাত শাবনাজের জন্মদিন আজ

‘চাঁদনী’ খ্যাত শাবনাজের জন্মদিন আজ

১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। প্রথম সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেন দুজন। তাদের অধিকাংশ চলচ্চিত্র ব্যবসাসফল। আবার বাস্তব জীবনেও তারা সফল জুটি। অভিনয় করতে গিয়ে প্রেম, তারপর দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এখন সংসার নিয়েই ব্যস্ত তারা।

আজ শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই নন্দিত নায়িকা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন নাঈম। তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে দুজনের একটি ছবি পোষ্ট করে লিখেন, ‘শাবনাজকে জন্মদিনের শুভেচ্ছা।তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা সুস্বাস্থ্য এবং হেদায়েত দান করুন।’

‘চাঁদনী’ সিনেমা পর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন।

Advertisement