Homeসব খবরজাতীয়চট্টগ্রামে আরও ৭০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রামে আরও ৭০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৪১৩টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৬২ জন এবং উপজেলার ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৯৭ জনে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় ১১ জনের ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ৫ জনের, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ১৫ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০টি নমুনা পরীক্ষায় ২ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষায় ৬ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩টি নমুনা পরীক্ষায় ১৩ জনের এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি নমুনার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement