Homeসব খবরজাতীয়গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক হয়...

গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক হয় : তথ্যমন্ত্রী

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি লোক জড়ো হয়। তিনি আরো বলেছেন, ‘প্রেসক্লাবের সামনে কয়েকশ লোকের সমাবেশ করে বিএনপি বলে বিশাল সমাবেশ করেছে। দুই কোটি মানুষের ঢাকা শহরে কয়েকশ’ মানুষের সমাবেশ যদি বিশাল সমাবেশ হয়, তাহলে বুঝতে হবে, বিএনপি’র পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং তারা জনগণ থেকে কতটা বিচ্ছিন্ন।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির সব নেতাকর্মীকে উদ্দেশ্যে আরো বলেন ‘করোনা টিকা গ্রহণ করে সুস্থ থাকতে। তিনি বলেন, আপনারা সুস্থ থাকুন, আমাদের বিরোধিতা করুন, কারণ একটি বিরোধী দল দেশে প্রয়োজন আছে।’

এদিকে, সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি আজ ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। এসময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তারা। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিষ্ঠা করেছিল। ১৯৯৬ সালের ‘১৫ ফেব্রুয়ারি মার্কা’ নির্বাচন বাংলার মাটিতে আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, আল-জাজিরার বানানো মিথ্যা প্রতিবেদন দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি বিশ্ববাসীও এসব বিশ্বাস করেনি। তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আজ বিএনপির নির্বাচন ও গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে, অথচ এ দলের জন্ম হয়েছিল অগণতান্ত্রিকভাবে। করোনা পরিস্থিতি সরকার যেভাবে মোকাবিলা করেছি, তাতে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। প্রথমে টিকা দেশে আনতে পারব না বলে গুজব ছড়ানোর চেষ্টা করেছে বিএনপি। পরবর্তীতে টিকা দেওয়া নিয়ে গুজব ছড়ায় তারা।

বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চালাচ্ছে। আল-জাজিরার প্রতিবেদন সেই ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Advertisement