Homeসব খবরবিনোদনগুলশান থানায় মা'মলা হয়নি, আদালতে যাবেন শাকিব

গুলশান থানায় মা’মলা হয়নি, আদালতে যাবেন শাকিব

শনিবার দিবাগত রাতে শাকিব খান মা’মলার উদ্দেশে গুলশান থানায় যান। দেড় ঘণ্টার মতো থানার ভেতরে বসেছিলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়েই শাকিব বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আমি আদালতে মাম’লয়া করতে যাব। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। আপনারা দেখবেন উনি কিন্তু কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভু’য়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে আমার এরিয়া গুলশান থানায় এসেছি।

গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাঁকে আদালতে মাম’লা করার পরামর্শ দেওয়া হয়েছে এমনটাই জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তাঁরা আমাকে আদালতে মা’মলা করার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলছেন আদালতে এই অভিযোগগুলো নিয়ে মা’মলা করলে সেটি আরো বেশি পোক্ত হবে। তাই আমি আদালতে মা’মলা করতে যাব।

ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মা’মলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন যে মা’মলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভু’য়া।

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধ’র্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধ’র্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেন তিনি। এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন চিত্রনায়ক, মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

Advertisement