Homeসব খবরজাতীয়গাছে আম না দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন বাগান...

গাছে আম না দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন বাগান মালিক

রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বরিয়া গ্রামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে বাগানের বেশিরভাগ আম পড়ে গেছে। এই সংবাদ শুনে বাগানে গিয়ে হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া) এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নব কুমার সরকার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পচা মাড়িয়া হাইস্কুলের সহকারী শিক্ষক।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে এই এলাকায় ফসল ও ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টির পরে ওই শিক্ষক তার বাগানে আমের কেমন ক্ষতি হয়েছে তা দেখতে যান। এ সময় বাগানের বেশিরভাগ আম পড়ে যাওয়ায়

হার্ট অ্যাটাক (হৃদযন্ত্রের ক্রিয়া) করে সেখানেই মারা যান তিনি। পরে এলাকার লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরে একই দিন বিকেলে স্থানীয় শ্মশানে তাকে দাহ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভুইয়া বলেন, ভোররাতের ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

Advertisement