Homeসব খবরবিনোদনখেজুর-গাওয়া খেয়ে নেমেছি, আজ রাতে প্রমাণ হবে : সিদ্দিক

খেজুর-গাওয়া খেয়ে নেমেছি, আজ রাতে প্রমাণ হবে : সিদ্দিক

আজ রাত বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে, শেষ ষোলোর পথে টিকে থাকার বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয়ের দেখা পায় কোচ লিওনেল স্কালোনির দল। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক তুলনামূলক বেশি। আর তাই যেদিনই এই দুই দলের খেলা থাকে, সেদিনই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের মাত্রাটা বেড়ে যায়। জমে উঠেছে কাতার বিশ্বকাপ।

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তিনি নন, তার পরিবারের বাকি ২৬ সদস্যও আর্জেন্টিনার সমর্থক। ফলে তাদের উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই বটে। বুধবার (৩০ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল হাতে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন সিদ্দিক।

তিনি লিখেছেন, সারা বিশ্ব মেতেছে আজ বিশ্বকাপে। আমরাও পিছিয়ে নেই তার সাথে। কাতারের বিশ্বকাপে আমরা যারা খেজুর এবং গাওয়া খেয়ে নেমেছি, তারা হলো একমাত্র দল আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে যারা থাকেন, তারা জানেন খেজুর এবং গাওয়ার গুণ কি? আজ রাতে আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচে তা প্রমাণ হবে।

সিদ্দিক আরও লেখেন, সবাইকে অনুরোধ করব, আসুন আজ রাত ১টায় সবাই মিলে আর্জেন্টিনার খেলা উপভোগ করি এবং প্রমাণ করি গাওয়া এবং খেজুরের গুণ। ইনশাআল্লাহ আনন্দের ভিডিওবার্তা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ পাক হেফাজত করুন,আমিন।

Advertisement