Homeসব খবরজাতীয়খালেদা জিয়ার সেবায় ১০ সদস্যের মেডিকেল টিম গঠন

খালেদা জিয়ার সেবায় ১০ সদস্যের মেডিকেল টিম গঠন

আজ সোমবার (৩ মে) রাজধানীর তিনশো ফিট এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিয়ষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা খালেদা জিয়ার যথাযথ সেবা করছেন।

ডা. জাহিদ হোসেন আরো জানান, খালেদা জিয়া আজ ভোরের দিকে কিছুটা শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে করোনা কেয়ার ইউনিট (সিসিইউ) এ স্থানান্তর করা হয়। তাকে দেশি বিদেশি চিকিৎসকদের আলোচনার পরে সেবা দেয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

এর আগে বিকাল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শ্বাসকষ্টজনিত কারণে সিসিইউতে নেয়া হয়। সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। উনার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলেও জানান ডা. জাহিদ।

Advertisement