Homeসব খবরক্রিকেটকোহলি-বাবর আজম, কে ভালো T20 ব্যাটসম্যান? দেখুন পরিসংখ্যান

কোহলি-বাবর আজম, কে ভালো T20 ব্যাটসম্যান? দেখুন পরিসংখ্যান

টেস্টে বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। ওয়ান ডে ক্রিকেটেও বাবর বিস্তর পিছিয়ে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ম্যাচ সংখ্যা কাছাকাছি বলেই পাক দলনায়ককে ক্রমাগত তুলনা শুরু হয়েছে ভারত অধিনায়কের সঙ্গে। সামনে যখন আইসিসি টি-২০ বিশ্বকাপ কড়া নাড়ছে, দেখে নেওয়া যাক বাবর ও কোহেলির তুলনামূলক আন্তর্জাতিক টি-২০ পরিসংখ্যান।

টি-২০ ক্যারিয়ার:-বিরাট কোহলি- ৮৪ ইনিংসে ৫২.৬৫ গড়ে ৩১৫৯ রান। স্ট্রাইক রেট-১৩৯.০৪, সেঞ্চুরি-০, হাফসেঞ্চুরি-২৮। বাবর আজম- ৫২ ইনিংসে ৪৭.৩২ গড়ে ২০৩৫ রান। স্ট্রাইক রেট-১২৯.৭, সেঞ্চুরি-১, হাফসেঞ্চুরি-১৮।

রান তাড়া করায় রেকর্ড:-বিরাট কোহলি- ৩৭ ইনিংসে ৮৩.৭৬ গড়ে ১৭৫৯ রান। স্ট্রাইক রেট-১৩৭.২, সেঞ্চুরি-০, হাফসেঞ্চুরি-১৮। বাবর আজম- ২৩ ইনিংসে ৪৫.৮৯ গড়ে ৮৭২ রান। স্ট্রাইক রেট-১৩০.৯৩, সেঞ্চুরি-১, হাফসেঞ্চুরি-৬।

প্রথমে ব্যাট করে রেকর্ড:-বিরাট কোহলি- ৪৭ ইনিংসে ৩৫.৮৯ গড়ে ১৪০০ রান। স্ট্রাইক রেট-১৪১.৪১, সেঞ্চুরি-০, হাফসেঞ্চুরি-১০। বাবর আজম- ২৯ ইনিংসে ৪৮.৪৫ গড়ে ১১৬৩ রান। স্ট্রাইক রেট-১২৮.৭৯, সেঞ্চুরি-০, হাফসেঞ্চুরি-১২।

বিরাট কোহলি ২৭টি ইনিংসে ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। বাবর আজম ১০০০ রান করেন ২৬টি ইনিংসে। কোহলি ৫৬ ইনিংসে ২০০০ রান পূর্ণ করেন। বাবর আজম ৫২টি ইনিংসে ২০০০ রান পূর্ণ করেন।

Advertisement