Homeঅন্যান্যকেজিতে ৩৫০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম!

কেজিতে ৩৫০ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম!

গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে মাছের সরবরাহ। যারফলে কমেছে দাম। আকারভেদে কেজিতে ইলিশ মাছের দাম কমেছে ৩৫০ টাকা পর্যন্ত। দাম কমায় ইলিশ কিনতে ভিড় করছেন পাইকার ও খুচরা ক্রেতারা।

জানা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের যোগান বৃদ্ধি পাওয়ায় মণ প্রতি ইলিশের দাম কমেছে ৩-১৫ হাজার টাকা। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকাররা জানান, গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মণ ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা। যা বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২-১৩ হাজার টাকায়।

ক্রেতারা বলেন, অন্য সময়ের চেয়ে তুলনামূলক কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে মাছের ঘাটতিও নেই।মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকার কালাম শেখ বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের সরবরাহ বেশ ভাল। ফলে স্বাভাবিক ভাবেই দাম কমে গেছে। কম দামে মাছ কিনতে পারায় লাভের আশা করছেন বলেও তিনি জানান।

Advertisement