Homeসব খবরজেলার খবরকেজিতে ১৫ টাকা বেড়েছে বেগুনের দাম

কেজিতে ১৫ টাকা বেড়েছে বেগুনের দাম

হঠাৎ বেগুনের দাম বৃদ্ধি পাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। বাজারে সবজি কিনতে আসা মনির বলেন, কিছু দিন ধরে সবজির দাম কমতির দিকে থাকলেও আজ বাজারে এসে দেখি বেগুনের দাম রাতের ব্যবধানেই ১৫ টাকা বেড়ে গেছে। গতকাল যে বেগুন কিনলাম ৩০ টাকা কেজি দরে কিনেছি তাই আজ ৪৫ টাকায় কিনেছি। মাত্র ১ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ১৫ টাকা বেড়েছে বেগুনের দাম। বাজারে সরবরাহ কম থাকায় বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরেক ক্রেতা সাজিদুল ইসলাম বলেন, দিন দিন সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। আমাদের মতো গরিব মানুষদের জন্য কারও যেন কোনও চিন্তা নেই। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম বাড়ছে। হিলি বাজারের সবজি ব্যবসায়ী শাহিন বলেন, আমরা সাধারণত জয়পুরহাট, বিরামপুর, পাঁচবিবিসহ আশপাশের বিভিন্ন মোকাম থেকে সবজি কিনে এনে হিলিতে বিক্রি করি। সরবরাহ ভালো থাকায় গত কয়েকদিন সবজির দাম কমতির দিকে ছিল। কিন্তু হঠাৎ করে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় বেগুনসহ বিভিন্ন সবজির ফলন নষ্ট হয়েছে। এতে বাজারে সরবরাহ কমেছে, বেড়েছে দাম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertisement