Homeসব খবরজেলার খবরকেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম!

কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম!

খামারি পর্যায়ে মুরগীর দাম ১৪৫-১৫০ টাকা হলেও খুচরা বাজারে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজশাহীতে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। বর্তমানে ডিমের দামে খামারিরা লাভবান হলেও মুরগীর খাবারের দাম বেশি হওয়ায় মুরগীতে লাভ কিছুটা কম হচ্ছে।

ডিম বিক্রেতা মাসুদ রানা বলেন, লাল ডিম প্রতি হালি পাইকারি ৪৪ টাকা ও সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি করছি। ডিমের দামে খামারিরা লাভবান হলেও মুরগীতে তাদের একটু কম লাভ হচ্ছে।

মুরগীর ব্যবসায়ী মিঠু বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগীর দাম কেজিতে ১০ টাকা কমেছে। আগে কেজি ১৭০ টাকা বিক্রি হলেও এখন ১৬০ টাকা দরে বিক্রি করছি। সোনালী মুরগী ২৯০ টাকা ও দেশি মুরগী ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে সোনালী মুরগী ও দেশি মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে।

মুরগী কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, বাজারে সব কিছুর দামই বেশি। এখন দাম কমে আর বাড়ে তাতে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কোনো লাভ নেই। একটা কমলে আরেকটা বাড়ে।

Advertisement