Homeসব খবরআন্তর্জাতিককলকাতায় সোনার দরপতনের হ্যাটট্রিক

কলকাতায় সোনার দরপতনের হ্যাটট্রিক

সোমবার (২৯ আগস্ট) কলকাতায় ২২ ক্যারেট, ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দামে পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষদিক থেকে এই নিয়ে টানা তিন দিন কমল সোনার দাম। এ খবরে সাধারণ মধ্যবিত্তরা খুশি হয়েছে। সোনার দামের পাশপাশি এদিন রুপার দামও কমেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, কলকাতায় শেষ কয়েক মাস ধরে সোনার দাম অস্থিতিশীল। প্রচুর ওঠানামা করেছে দাম। কখনো বেড়েছে কিংবা কখনো কমেছে। কিন্তু কখনো একটি নির্দিষ্ট দামে স্থির থাকেনি।

প্রসঙ্গত রাশিয়া-ইউক্রেন যু’দ্ধের সময় সোনার দাম রেকর্ড ৫২ হাজার ছাড়িয়ে ৫৪ হাজার রুপিতে পৌঁছেছিল। তবে এখন দাম ওঠানামা করলেও নিয়ন্ত্রণে রয়েছে। এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৫ হাজার ১৮৫ রুপি। শনিবার (২৭ আগস্ট) যা ছিল ৫ হাজার ২২০ রুপি। সোমবার গ্রামপ্রতি ৩৫ রুপি দাম কমেছে। এবং ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪৯১৫ রুপি। শনিবার যা ছিল ৪৯৫৫ রুপি। সোমবার গ্রাম প্রতি ৩০ রুপি দাম কমেছে।

এ ছাড়া সোমবার কলকাতায় ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রাম দাম ছিল ৪ হাজার ৯৯০ রুপি। শনিবার যা ছিল ৫ হাজার ৩০ রুপি। সোমবার গ্রাম প্রতি দাম ৪০ রুপি কমেছে।

Advertisement