Homeসব খবরবিনোদনকলকাতার দর্শকের রেসপন্স দেখে আমি অভিভূত : ফারিণ

কলকাতার দর্শকের রেসপন্স দেখে আমি অভিভূত : ফারিণ

‘আরও এক পৃথিবী’ নামে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী ফারিণ। দেশের বাইরে এটি তাঁর প্রথম কাজ। আগামী ৩ ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

তাসনিয়া ফারিণের যাঁরা খোঁজখবর রাখেন, কলকাতার রাস্তায় হাঁটলে তাঁরা থমকে যেতেও পারেন। কারণ, সেখানকার রাস্তার পাশের ভবনের দেয়ালে সিনেমার পোস্টারে তাঁর ছবি শোভা পাচ্ছে।

‘আরও এক পৃথিবী’ মুক্তি উপলক্ষে ১৯ জানুয়ারি কলকাতায় গিয়েছেন ফারিণ। প্রচারণার অংশ হিসেবে কলকাতার গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। দর্শকদের আগ্রহী করতে সেখানকার স্কুল-কলেজেও হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

কলকাতায় বিভিন্ন সড়কের পাশে ভবনের দেয়ালে নিজের অভিনীত ছবির পোস্টার দেখে রোমাঞ্চিত ফারিণ। বললেন, ‘আমার অভিনীত সিনেমার পোস্টার কলকাতার পথেঘাটে, রাস্তার পাশের ভবনের দেয়ালে দেয়ালে, কী যে ভালো লাগছে দেখে। এটি আমার প্রথম সিনেমা। মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান যেভাবে গুরুত্ব দিয়ে আমাকে প্রচারণায় রেখেছে, সত্যি আমি মুগ্ধ।’

কলকাতার দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইল তিনি বলেন, খুব ভালো সাড়া পাচ্ছি। গতকাল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তাঁদের রেসপন্স দেখে আমি অভিভূত। তাঁদের কাছ থেকে জানতে পারলাম সিনেমাটির জন্য অপেক্ষা করছেন তাঁরাও।

বড় পর্দায় অভিষেক, শেষ মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে?, তাসনিয়া ফারিণ বলেন, এক্সাইটমেন্ট ও নার্ভাস দুটোই ফিল হচ্ছে। গত বছর যখন সিনেমা মুক্তির তারিখ দেওয়া হলো, তখন থেকেই এমন লাগছে। প্রথমবার মুক্তির তারিখ পিছিয়ে গেল। এবার নার্ভাসনেসটা একটু বেড়ে গেছে। আর বড় পর্দায় প্রথমবার নিজেকে দেখার অপেক্ষায় আছি। বড় পর্দায় নিজেকে দেখে কেমন ফিল হয় সেই অভিজ্ঞতার অপেক্ষায় আছি।

Advertisement