Homeসব খবরক্রিকেটওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চান তামিম...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চান তামিম ইকবাল

আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়েই ২০২৩ বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিটি ম্যাচের জয়ের পয়েন্ট ১০। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের সুপার লিগের ৩০ পয়েন্ট নিজেদের করে নিতে চান বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। গতকাল মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানান তামিম।

২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াই শুরু হচ্ছে আগামী কাল থেকে। আগামী দুই বছরে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ, সরাসরি খেলতে হলে জিততে হবে অন্তত ১৭ ম্যাচ। তাহলে র‌্যাংকিংয়ে সেরা আটে থাকার সুযোগ হবে। নয়তো বিশ্বকাপে নাম লিখতে পার হতে হবে বাছাই পর্ব।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭ থেকে ২৮টি ওয়ানডে (হবে ২৪টি) খেলবো। পয়েন্ট প্রক্রিয়ার জন্য প্রত্যেকটা ম্যাচ জেতা এখন খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই চাইবো যেন আমাদের বাছাই পর্ব খেলা না লাগে। আমরা চাই শীর্ষ আটে থাকতে। এজন্য সবগুলো ম্যাচ গুরুত্বপূর্ণ।’

৩-০ ব্যবধানে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক দল। কারণ ৩১৩ দিন পর বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘদিন পর মাঠে নামার কারণ অনভ্যস্ততা থাকতে পারে। এজন্য প্রথম ম্যাচ নিয়ে তামিম বেশ মনোযোগী, ‘সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমার যেটা মনে হয় বুধবারের ম্যাচে শুরু করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক বছর পরে ফিরছি। প্রথম ৫ ওভার বোলিং বা ব্যাটিং ভালো শুরু জরুরি। এরপরে সবই জেতার চেষ্টা করা যাবো, কিন্তু সবার আগে কালকের খেলায় মনোযোগ দিচ্ছি।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১:৩০ মিনিটে। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি।

Advertisement