Homeসব খবরবিনোদনএসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শা’স্তি দিতে পারবেন না...

এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শা’স্তি দিতে পারবেন না : মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মা/মলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রে/প্তার করা হয়েছে। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে তাকে গ্রে/প্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এর আগে শুক্রবার তার নামে মা/মলা হওয়ার পর এক সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘আমাদের নামে দুইটি মাম/লা হয়েছে। তারা আমাদের নামে মা/মলা করতে পারে করুক, আমাদের গ্রে/প্তার করতে পারে করুক। কিন্তু আমি মনে করি এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শা/স্তি দিতে পারবেন না।’

শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এ মা/মলা করেন।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসা/মি করে আরও একটি মা/মলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে মাহি বলেন, ‘পুলিশ আমাদের শো রুম এখনই দখলে নিয়েছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে সবই জানাব।’

এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে গ্রে/প্তার হওয়ার আশ/ঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তবা আমরা অ্যা/রেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব।’

Advertisement