Homeসব খবরপ্রযুক্তিএবার স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি!

এবার স্মার্টফোনেই তোলা যাবে ডিএসএলআরের মতো ছবি!

স্মার্টফোন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর প্রযুক্তির উন্নতি এবং সহজলভ্যতার কারণে এখন সবার হাতেই স্মার্টফোন। প্রায় সব বয়সী মানুষেরই প্রথম পছন্দ স্মার্টফোন। আর কমবেশি সবারই আছে ছবি তোলার শখ। কোথাও ঘুরতে গেলে শুধু নিজের ছবিই নয়, আশপাশের প্রকৃতির ছবিও তোলেন। তবে হাতের ক্যামেরা না থাকায় ভালো ছবি তুলতে পারেন না। মাঝে মাঝেই ডিএসএলআরের অভাববোধ করেন।

তবে ডিএসএলআর কেনা সম্ভব হয় না অনেকেরই। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে স্মার্টফোনেই তুলতে পারবেন ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি। বর্তমানে অনেক স্মার্টফোনেই দেওয়া হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা। সেই সঙ্গে থাকছে অ্যাডভান্স সেটিংস অপশন। স্মার্টফোনে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখুন। তাহলে আপনিও প্রফেশনাল ফটোগ্রাফারদের মতো ছবি তুলতে পারবেন। এজন্য যে কাজ গুলো করবেন এবং করবেন না জেনে নিন-

> ছবি তোলার ক্ষেত্রে আলো বুঝতে হবে। সবসময় ফ্ল্যাশ অন রাখবেন না। তাহলে ছবি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছবির কালার টোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি রাতে ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

> ছবির আয়তন বুঝতে হবে। ছবির নেগেটিভ স্পেশ ভালোভাবে ব্যবহার করতে হবে। ধরুন ছবি তোলার ক্ষেত্রে কোনো নেগেটিভ স্পেশ তৈরি হচ্ছে সেই স্পেশ কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন তা খেয়াল রাখতে হবে।

> বিভিন্ন অ্যাঙ্গেল ব্যবহার করে ছবি তুলতে হবে। সচরাচর অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সঙ্গে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেও ছবি তোলার চেষ্টা করুন। ছবির মধ্যে নতুনত্ব আসবে।

> অতিরিক্ত অন্ধকার ছাড়া নাইট মোড ব্যবহার করবেন না। কারণ নাইট মোড অন রাখলে ক্যামেরা নিজে থেকে বেশ কিছু সেটিংস তৈরি করে। এর ফলে সামান্য হাত কাঁপলেই ছবি ব্লার হওয়ার সম্ভাবনা থাকে।

> ক্যান্ডিড ছবি তোলার ক্ষেত্রে অবজেক্টের ব়্যান্ডম ছবি তুলুন। কারণ সেসময় হয়তো এমন একটি অ্যাঙ্গল থেকে ছবি উঠবে বা অবজেক্টের এমন একটা ছবি উঠবে যা সত্যিই অন্যরকম দেখাবে।

> যদি কোনোভাবে রিফ্লেক্সন তুলতে পারেন তাহলে ছবির গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ ছবির মধ্যে কোনো রিফ্লেকশন তুলে ধরার চেষ্টা করুন।

> স্মার্টফোন সাধারণত অনেকক্ষণ হাতে, পকেটে বা ব্যাগে থাকে। তাই লেন্সের ওপর তেল ময়লা জমতে পারে। ছবির ওভারল্যাপিং বন্ধ করতে লেন্স পরিষ্কার করুন। লেন্স পরিষ্কার করার সময় যাতে দাগ না পড়ে, সেদিকেও সতর্ক থাকুন।

> ছবি তোলা বা ভিডিও করার সময় অবশ্যই মোবাইল ফোনটি অনুভূমিকভাবে বা আড়াআড়ি ধরবেন। যে কোনো দিকে ধরে ছবি তুললে ছবি কখনোই ভালো হবে না।

Advertisement