Homeসব খবরবিনোদনএবার মিরাজ-মুস্তাফিজকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে টুইটারে

এবার মিরাজ-মুস্তাফিজকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে টুইটারে

এবার মিরপুরে আরও এক কাব্য লিখলেন মেহেদী হাসান মিরাজ। এবার তার সঙ্গী ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে পুরো কাজটা একাই করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৩৬ রানের মাথায় পড়েছে ৯ম উইকেট। তখনও প্রয়োজন ৫১ রান। উইকেটে মেহেদী হাসান মিরাজ। সঙ্গে মোস্তাফিজুর রহমান। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ‌ সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আফিফ হোসেনের সাথে ঐতিহাসিক পার্টনারশিপ করে অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

এমন ম্যাচও বাংলাদেশ হেরে যাবে ভারতের কাছে? কিন্তু চিত্রনাট্যের তখনও পাঞ্চলাইন যে বাকি! বিস্ময়কেও যা হার মানিয়ে যাওয়ার মতো। মেহেদী হাসান মিরাজ যে বিস্ময়কর ব্যাটিং করলেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

মোস্তাফিজুর রহমানকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে সিঙ্গেল না নিয়ে তিনি বাংলাদেশকে জয়ী করে মাঠ ছাড়ার মরণপণ সংগ্রামে অবতীর্ণ হন এবং একজন খেলোয়াড় যখন নিজেকে উজাড় করে দিয়ে এভাবে খেলতে পারে, তখন ভারতের মত দলেরও কিছু করার থাকে না। তাইতো টুইটারে মিরাজ-মুস্তাফিজকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।

Advertisement