Homeসব খবরজাতীয়এবার মাছ চাষে বেশি আয় হলে কর দিতে হবে

এবার মাছ চাষে বেশি আয় হলে কর দিতে হবে

মাছ চাষে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট আয়ের পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়ালে অতিরিক্ত অংশের ওপর আগামী অর্থবছরে বাড়তি ৫ শতাংশ হারে কর দিতে হবে। অন্য খাতের আয়কে মৎস্যের আয় দেখিয়ে কর ফাঁকি দেওয়ার অবৈধ পন্থা বন্ধ করতে প্রস্তাবিত বাজেটে মৎস্য খাতে বেশি আয়ে বেশি কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দেখা গেছে, মৎস্যচাষী না হয়েও সমাজের প্রতিষ্ঠিত অনেকে নিজের আয়ের পুরো বা বড় অংশ মাছ চাষ থেকে এসেছে বলে আয়কর রিটার্নে উল্লেখ করেন। এ কারণে অতিরিক্ত কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মাছ থেকে বছরে ২০ লাখ টাকার ওপর আয়ের পুরোটার ওপর কর ১০ শতাংশ কর দিতে হয়। অর্থমন্ত্রীর নতুন প্রস্তাব হলো- মোট আয়ের পরিমাণ ৩০ লাখ টাকার বেশি হলে অতিরিক্ত আয়ের ওপর ১০ শতাংশের স্থলে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে মোট আয় ৩০ লাখ টাকার মধ্যে থাকলে করহার অপরিবর্তিতই থাকবে।

মাছ চাষে আয়ের ভিত্তিতে বর্তমানে তিনটি ধাপে কর হিসাব করা হয়। অর্থমন্ত্রী তা বাড়িয়ে চারটি করার প্রস্তাব করেছেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম দুইটি ধাপ একই থাকছে। অর্থাৎ বছরে এ খাত থেকে মোট আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্তই থাকছে। পরবর্তী ১০ লাখ টাকার আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হবে। আয়ের পরিমাণ ২০ লাখের বেশি হলে ১০ শতাংশ কর দিতে হবে। আয় ৩০ লাখ টাকার বেশি হলে কর দিতে ১৫ শতাংশ হারে।

এ বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মাছ চাষকে উৎসাহিত করার জন্য দীর্ঘদিন এ খাতের আয়ের ওপর কম হারে কর প্রদানের সুযোগ রাখা হয়েছিল। এ সুযোগ আগামীতে অব্যাহত থাকবে। তবে একটি নির্দিষ্ট আয়সীমার ওপর করারোপের একটি ধাপ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সূত্র: সমকাল।

Advertisement