Homeসব খবরজেলার খবরএবার বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির বিশাল কোরাল, ২৪...

এবার বড়শিতে ধরা পড়লো ১৮ কেজির বিশাল কোরাল, ২৪ হাজারে বিক্রি!

আজ শনিবার (৬ আগস্ট) সকালে মাছটি বাগেরহাটের শরণখোলার মাছের বাজারে ওঠানোর পর দাম হাঁকা হয়েছে সাড়ে ২৪ হাজার টাকা। বলেশ্বর নদে বড়শির নৌকা নিয়ে মাছ ধরতে যান সবুর মিয়া নামের এক জেলে। বড়শি ফেলে ঘণ্টাখানেক অপেক্ষার পর ধরা পড়ে বিশাল এক কোরাল। মাছটির ওজন প্রায় ১৮ কেজি। বিশাল এই কোরাল মাছটি একনজর দেখতে ভিড় করে উৎসুক মানুষ।

জানা যায়, বলেশ্বর নদ থেকেই মাছটি এক হাজার টাকা কেজি দরে কিনে আনেন মাছ ব্যবসায়ী আ. হালিম খান। তার কাছ থেকে আবার এক হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন রাসেল মিয়া নামের আরেক মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী রাসেল মিয়া জানান, কোরাল মাছটি বাজারে ওঠানোর পর প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দর চাওয়া হয়েছে। তবে এক হাজার ৩০০ টাকা কেজি হলে বিক্রি করার আশা তার। ক্রেতারা দরদাম করছেন। এখনো কাঙ্ক্ষিত দাম বলেননি কেউ।

রায়েন্দা বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিককালে বলেশ্বর নদে এত বড় কোরাল কোনো জেলের জালে বা বড়শিতে ধরা পড়েনি। তাই মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করছে।

Advertisement