Homeসব খবরজাতীয়এবার ফুল হাতা শার্ট পরার নির্দেশনা পুলিশকে

এবার ফুল হাতা শার্ট পরার নির্দেশনা পুলিশকে

রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে নির্দেশ দেওয়া হয় যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরতে। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

এই আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দপ্তরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।

তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দপ্তরকে অবহিত করতে হবে। গরমে পুলিশ সদস্যদের ইউনিফর্ম হিসেবে হাফহাতা শার্ট পরার চল রয়েছে।

Advertisement