Homeসব খবরক্রিকেটএবার দারুন সুখবর পেলেন সাকিব-মুস্তাফিজ

এবার দারুন সুখবর পেলেন সাকিব-মুস্তাফিজ

ভারত থেকে দেশে ফিরে বর্তমানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই প্রথম ধাপে করোনা পরীক্ষা করিয়েছেন এই দুই ক্রিকেটার। প্রথম ধাপে করোনা নেগেটিভ এসেছেন সাকিব আল হাসানের। রিপোর্টের অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমান।

এদিকে সাকিব এবং মুস্তাফিজের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন উঠিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেই আবেদনে সাড়া দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টাইনে ছাড় দেবে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ দেশের জন্যই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজটি আইসিসি ওয়ানডে ক্রিকেট লিগের অংশ হওয়ার কারণে কোন প্রকার ছাড় দিতে চায় না দুই দেশের ক্রিকেট বোর্ড।

তাই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকলে সিরিজের আগে পর্যাপ্ত অনুশীলণের সুযোগ পাবেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

Advertisement