Homeসব খবরআন্তর্জাতিকএবার ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ পরিবর্তন!

এবার ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ পরিবর্তন!

কথা ছিল ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে পশ্চিমবঙ্গে। সেই হিসেবে প্রস্তুতিও নিয়েছিল প্রশাসন। কিন্তু শেষ মুহূর্তে বাংলাকে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মুখ ঘুরে গিয়েছে ওড়িশার দিকে। এতে হাঁফ ছেড়ে বেঁচেছে পশ্চিমবঙ্গের মানুষ। স্বস্তি ফিরেছে প্রশাসনেরও। কিন্তু কীভাবে বাংলা থেকে ঘুরে গেল ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ?

প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গেই আঘাত হানতে চলেছে বলে অনুমান করেছিলেন ভারতের বিশেষজ্ঞরা। কিন্তু দিন যত গড়িয়েছে তত পশ্চিম দিকে সরে গিয়েছে গতিপথ। শেষ পূর্বাভাস অনুসারে ওড়িশার চাঁদিপুর থেকে ধামড়ার মধ্যে আঘাত হানবে ঝড়টি। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ প্রসূন ঘোষ জানান, শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় পশ্চিমের দিকে সরে যাওয়ার পেছনে রয়েছে উচ্চচাপ বলয়।

তিনি জানান, সপ্তাহখানেক আগে দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থান করছিল একটি উচ্চচাপ বলয়। গত এক সপ্তাহে ক্রমশ সেটি পশ্চিম দিকে সরে এসেছে। বর্তমানে মিয়ানমার ও সংলগ্ন চীনের ওপর অবস্থান করছে উচ্চচাপ ক্ষেত্রটি। আর উচ্চচাপ বলয় যত পশ্চিমে সরেছে একইসঙ্গে সরেছে ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ।

উচ্চচাপ বলয়টি যে এত দ্রুত পশ্চিমে সরতে পারে তা প্রাথমিকভাবে অনুমান করতে পারেননি আবহাওয়াবিদরা। তাই প্রথমে ইয়াস পশ্চিমবঙ্গে আঘাত হানবে বলে মনে করা হলেও এখন তা সরে গিয়েছে পশ্চিমবঙ্গ সীমানা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে। যার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়া ঝড়ের বড় প্রভাব পশ্চিমবঙ্গ এড়িয়ে যাবে বলে অনুমান করছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement