Homeসব খবরবিনোদনএবার কলকাতায়ও ব্যাপক সাড়া ফেলছে বাংলাদেশী ‘হাওয়া’

এবার কলকাতায়ও ব্যাপক সাড়া ফেলছে বাংলাদেশী ‘হাওয়া’

২৯ অক্টোবর শুরু হওয়া ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘হাওয়া’র চারটি শো। ঐদিন স্থানীয় সময় বেলা ১টায় নন্দন-১ এ প্রথম প্রদর্শন হয়। বাংলাদেশি এই ছবি দেখার জন্য ১০:৪৫টা থেকে হলের সামনে ভিড় করেছে কলকাতার সিনেমা ভক্তরা।

দেশে জনপ্রিয়তা পাওয়ার পর এখন কলকাতায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং চঞ্চল অভিনীত ‘হাওয়া’ সিনেমা। মুক্তির তিন মাস পর এবার কলকাতায় দেখানো হবে সিনেমাটি।  ৩১ অক্টোবর ও ২ নভেম্বর ‘হাওয়া’ কলকাতার নন্দন-২ সিনেমা হলে দেখানো হবে। ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন করার জন্য কলকাতায় উপস্থিত রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানকার দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেতা।

চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ লাইনের ছবি দেখে চমকে গিয়েছি। এবার সরকারী উদ্যোগে দেখানো হচ্ছে। আগামিদিনে অন্যান্য প্রেক্ষাগৃহেও হাওয়া দেখানো হবে বলে আশা করি। তিনি আরও বলেন, আজ (২৯ অক্টোবর) আমি নন্দনে থাকছি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজ হাওয়া দেখবেন। আমি ভীষণ আনন্দিত ও আপ্লুত। কলকাতার দর্শকদেও ধন্যবাদ।

কলকাতায় শুরু চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২ নভেম্বর। এবার উৎসবে দেশের ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে। কলকাতার রবীন্দ্র সদনে ২৯ অক্টোবর বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং বলিউড তারকারা। সঙ্গে থাকবেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকেই।

Advertisement