Homeসব খবরজাতীয়এবার আর অটোপাসের সুযোগ নেই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

এবার আর অটোপাসের সুযোগ নেই, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

আগের বছর তথা ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীদের আর পরীক্ষা দিতে হয়নি। তাদের অটোপাস দেয়া হয়। কিন্তু এবার আর সেই সুযোগ মিলছে না। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। ২৬ মে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগের বছর অটোপাস দেয়া, আর এবার পরীক্ষা নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যখনই স্কুল-কলেজ খোলা হোক না কেন, তার কতদিন পরে এসএসসি বা এইচএসসি পরীক্ষা নিলে শিক্ষাবর্ষ নষ্ট হবে না- সে বিষয়টি মাথায় রেখে সিলেবাস প্রণয়ন করা হবে। আমরা কতগুলো কার্যদিবস পাব, কতগুলো ক্লাস পাব- সেই হিসাব করে আমরা এসএসসি ও এইচএসসির জন্য নতুন করে সিলেবাস প্রণয়ন করছি।

Advertisement