Homeসব খবরক্রিকেটএবার অধিনায়ক পরিবর্তন করল আফগানিস্তান

এবার অধিনায়ক পরিবর্তন করল আফগানিস্তান

অধিনায়ক বদলানো যেন নিয়মিত ঘটনা আফগানিস্তান ক্রিকেটে। গত ২০১৯ বিশ্বকাপের আগে হুট করেই গুলবাদিন নাইবের কাঁধে তুলে দেয়া হয় দলের দায়িত্ব। তাতে ভরাডুবি দেখে বিশ্বকাপের পরেই দায়িত্ব চ্যুত করে নাইবকে।

এরপর রশিদ খানকে অধিনায়ক করা হলেও কয়েক মাসের ভেতরই আবার তিন ফরম্যাটের অধিনায়ক করা হয় সেই আসগর আফগানকে। তবে ১৫ মাসের মতো দায়িত্ব পালন করার পর আবারও আসগরকে দায়িত্ব চ্যুত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এর কারণ নাকি গত মার্চে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার। যদিও প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচেই ঘুরে দাঁড়ায় আফগানের নেতৃত্ব। তুলে নেয় জয়। তবুও নাকি এসিবির পছন্দ হয়নি আসগরের অধিনায়কত্ব।

এসিবি টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দিয়েছে মিডল-অর্ডার ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহিদির কাঁধে। সহ-অধিনায়ক করা হয়েছে রহমত শাহাকে। তবে টি-টোয়েন্টির অধিনায়ক রশিদ খানই থাকছেন।

নেতৃত্ব পাবার আগে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন হাশমতউল্লাহ। এখন পর্যন্ত আফগানিস্তানের পাঁচ টেস্টের সবকয়টিতেই খেলেছেন। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও করেছেন হাশমত।

Advertisement