Homeসব খবরজাতীয়এবারের বাজেট উন্নয়ন ও জনবান্ধব : ওবায়দুল কাদের

এবারের বাজেট উন্নয়ন ও জনবান্ধব : ওবায়দুল কাদের

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে ‘উন্নয়ন ও জনবান্ধব’ আখ্যা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। ছয় লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট এটি।’

বৃহস্পতিবার বাজেট উত্থাপনের পর সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এই বাজেট জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।

বাজেটকে স্বাগত জানাল আওয়ামী লীগ: প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী ও জনগণের স্বার্থের বাজেট’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বাজেট উত্থাপনের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বাজেট পেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানান দলের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। এ বাজেট জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশের অগ্রগতিতে সহায়ক হবে। মহামারি করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা চলছে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী এ বাজেট দিয়েছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, করোনা মহামারির আঘাতকে কাটিয়ে দেশের অর্থনীতিকে আরও বেগবান এবং সচল করার জন্যই এই বাজেট পেশ করা হয়েছে। এ বাজেট অত্যন্ত ভালো, গণমুখী এবং জনবান্ধব। একই সঙ্গে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেট।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে বা হবে বাজেট কাল্পনিক ও বাস্তবায়নযোগ্য নয়। এটি গত সাড়ে ১২ বছর ধরেই শুনে আসছি। কিন্তু প্রতিবারই দেখা গেছে, বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশের বেশি। এই করোনা মহামারির সময়ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার বাজেট বাস্তবায়নে সক্ষম হয়েছে। দেশের রপ্তানি আয় এবং রেমিট্যান্সও বেড়েছে। অনেকেই অনেক কথা বলেন, শঙ্কা ও আশঙ্কার কথাও বলেন। সেগুলো ভুল ও মিথ্যা প্রমাণ করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী।

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই বাজেট মানুষের কল্যাণের জন্য। সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর জন্য বাজেটে সব সেক্টরের দিকে নজর দেওয়া হয়েছে। শ্রমজীবী মেহনতি মানুষের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সবকিছু করা হয়েছে মানুষের জন্য।

Advertisement