Homeসব খবরক্রিকেটউপরে আল্লাহ আছে, আমাকে ভিলেন বানাতে যাওয়া ২ জনের...

উপরে আল্লাহ আছে, আমাকে ভিলেন বানাতে যাওয়া ২ জনের মধ্যে ১ জনের বিচার আল্লাহই করেছে : মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ক্যারিয়ারের শেষ মুহূর্তে চমক দেখিয়ে বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেন মাশরাফি। এরপর থেকেই ওয়ানডে ক্রিকেটের সাফল্য পেতে থাকে বাংলাদেশ।

কিন্তু ২০১৯ বিশ্বকাপে পারফরম্যান্স দেখাতে না পারায় নানা সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ মুহুর্তে গতবছর বিসিবির চাপে ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব ছেড়েছেন তিনি। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মাশরাফি নিজেই। এদের মধ্যে দুইজন ব্যক্তির দিকে সরাসরি দোষ দিয়েছে মাশরাফি।

তবে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যারা মিথ্যাচার করেছে তাদের বিচার আল্লাহ করবেন বলে জানিয়েছেন তিনি। এদের মধ্যে একজনের বিচার হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি বিশ্বাস করি সত্য এমন একটা জিনিস যা কখনও আঁটকায় রাখা যায় না এবং অন্যায়। উপরে আল্লাহ আছে না, বিচার করেই। বিচার কিন্তু একজনের হয়ে গেছে। অলরেডি দুর্নীতির দায়ে তার অনেক কিছু হয়ে গেছে।”

“মিডিয়ায় ফোন করেছে উনারা। ইংল্যান্ডে বসে আমাদের বোর্ড ডিরেক্টরের দুই জনের তথ্য আমি জানি যে, কোনও কোনও চ্যানেলে উনারা ফোন দিয়ে বলছে, ‘আমাদের সামনে সুযোগ আসছে মাশরাফীকে নিয়ে নিউজ করে দেন, মানুষের সামনে মাশরাফীকে কালার করে দেন। ভিলেন বানায় দেন।”

Advertisement