Homeসব খবরক্রিকেটউইজডেনের বর্ষসেরা দলে জায়গা পেলেন মিরাজ

উইজডেনের বর্ষসেরা দলে জায়গা পেলেন মিরাজ

অনবদ্য পারফরম্যান্সের কারণে ২০২২ সালের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালের মধ্যে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেছেন।

বিদায় নিতে চলা বছরে মিরাজ ১৫ ওয়ানডেতে ব্যাট হাতে ৬৬ গড়ে করেন ৩৩০ রান। বল হাতে ২৪টি উইকেটও তার দখলে রয়েছে। বছরের শেষ দিনে ওয়ানডে ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে বর্ষসেরা দল সাজিয়েছে উইজডেন।

এর আগে গত বৃহস্পতিবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পান মিরাজ। পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে দল গড়া হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ব্যাটিং অর্ডারে মিরাজকে সাত নম্বরে রাখা হয়েছে। ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের ইমাম-উল-হক। এরপরে রয়েছেন বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম ও রাসি ফন ডার ডুসেন। বোলিং লাইনআপে থাকা তিন পেসার আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ ও ট্রেন্ট বোল্ট। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্রাভিস হেড, ইমাম-উল-হক, বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম, রাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট।

Advertisement