Homeসব খবরজাতীয়ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : ডা. জাফরুল্লাহ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ : ডা. জাফরুল্লাহ

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ফিলিস্তিনিদের অর্থ ও সামরিক সাহায্য দিতে হবে। মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করতে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

শনিবার (২২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি সর্বস্তরের নাগরিকদের সমর্থন প্রকাশ করে অনুষ্ঠিত এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী অবরুদ্ধ ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্বের সব মানবতাবাদী নাগরিক ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সত্তর বছর ধরে একটা জাতি লড়াই করছে, আমরা তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানাই। আজ ক্ষমতাসীনরা একদিকে ফিলিস্তিনের পক্ষে, আবার অন্যদিকে যারা দেশে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে, তাদের গ্রেফতার করছে; এটা ফ্যাসিবাদী চরিত্রের কথা মনে করিয়ে দেয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য অপরাধ। জায়নবাদ ফিলিস্তিনের সব অধিকার হরণ করেছে, এর প্রতিবাদে আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মজিবুর রহমান মঞ্জু। এতে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী প্রমুখ।

Advertisement