Homeসব খবরআন্তর্জাতিকইসরাইলের ৬ বিমানঘাঁটিতে হামাসের রকেট হামলা; ইসরাইলি সেনাবাহিনীর অস্বীকার

ইসরাইলের ৬ বিমানঘাঁটিতে হামাসের রকেট হামলা; ইসরাইলি সেনাবাহিনীর অস্বীকার

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের ৬টি বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কাসসাম ব্রিগেড।

টাইমস অব ইসরাইলের খবরে দাবি করা হয়, হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার কথা অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা বলছে, একটি রকেট বিমানবন্দরের বাইয়ে খোলা জায়গায় বিস্ফোরণ হয়েছে। এতে তেমন কিছুই হয়নি।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ফিলিস্তিনের জেরুজালেমে আল জাররাহ এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল।

গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আলআকসা মসজিদে সমবেত হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।

Advertisement