Homeসব খবরআন্তর্জাতিকইসরাইলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকবে না : এরদোয়ান

ইসরাইলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকবে না : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, অবরুদ্ধে গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় তিনি প্রচণ্ড ‘ক্ষুব্ধ’। সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ মে) এক অনলাইন ব্রিফিংয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা অত্যন্ত দুঃখিত এবং প্রচণ্ড ক্ষুব্ধ। ফিলিস্তিনি শহরগুলো এবং জেরুজালেমে ইসরাইলিদের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’

তিনি বলেন, ইসরাইলের রক্ত নিয়ে খেলার পরও যারা চুপ করে আছেন কিংবা সরাসরি তাদের সমর্থন দিচ্ছেন, তাদের জেনে রাখা উচিৎ একদিন আপনাদেরও সময় আসবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের এই আগ্রাসনকে পুরো পৃথিবী এড়িয়ে গেলেও তুরস্ক চুপ থাকবে না

Advertisement