Homeসব খবরবিনোদনইউটিউবে তাসনুভা তিশার 'হরিজন পল্লী'

ইউটিউবে তাসনুভা তিশার ‘হরিজন পল্লী’

ইউটিউবে দেখা যাবে অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশা অভিনীত ওয়েব ছবি ‘হরিজন পল্লী’। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় আরটিভি মুভিজ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ছবিটি। হরিজনদের জীবনবৈচিত্র্য নিয়ে সৈয়দ আশিক রহমানের গল্পে ওয়েব ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

এতে অভিনয় প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘ছবির গল্প অসাধারণ। হরিজন পল্লীর নিটোল প্রেমের গল্পে আমাকে দেখা যাবে ললিতা নামে এক সাধারণ মেয়ের চরিত্রে। হরিজনরা আমাদের সমাজেরই অংশ। তাদের বৈচিত্র্যময় জীবন তুলে ধরা হয়েছে ছবিতে। আশা করছি দর্শকদের এ ওয়েব ছবিটি ভালো লাগবে।’ নাটক, ওয়েব ছবির পাশাপাশি স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তাসনুভা তিশা।

সম্প্রতি তাঁর অভিনীত ‘মায়া’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। এটি পরিচালনা করেছেন লেলিন ইসলাম। ১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের গল্প লিখেছেন যৌথভাবে নির্মাতা অনিমেষ আইচ ও রাজীব আশরাফ। চিত্রনাট্য শাওন কৈরী।

Advertisement