Homeসব খবরবিনোদনআসিফ বললেন-‘আমি এখনো ফুরিয়ে যাইনি’

আসিফ বললেন-‘আমি এখনো ফুরিয়ে যাইনি’

কুমিল্লার স্টুডেন্টদের উদ্যোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি শেষ ওপেন এয়ার কনসার্ট করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একবছর আগে ঝিনাইদহে এসএসসি ৯৩’ ব্যাচ, আর গেল বিশ জানুয়ারীতে কুমিল্লায় এসএসসি ৯০’ ব্যাচের রি-ইউনিয়নে ছোট পরিসরে গেয়েছি।

গতকাল ২২ জানুয়ারি প্রায় তিনবছর পর আবারো ওপেন এয়ার কনসার্টে গাইলাম জাবি’তে, ময়মনসিংহের স্টুডেন্ডদের আয়োজনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কনসার্টের মজাই আলাদা। হাজারো ছাত্র-ছাত্রী সবাই গায়ক গায়িকা। আমার সন্তানদের বয়সী জাবিয়ানদের জন্য মন থেকে ভালবাসা, তোমরা হারকিউলিসকে জাগিয়ে দিয়েছো চ্যাম্প’স।

স্টেজে অনিয়মিত গাওয়ার কারণে ভেবেছিলাম আমার কালাশনিকভে জং ধরে গেছে। গতকালের শো বার্তা দিল এখনো ফুরিয়ে যাইনি, বরং কালাশনিকভের জায়গায় কুইক ফায়ারিংয়ের সংক্ষেপিত ভার্সন ঊজি হয়েই ফিরে এসেছি।

কনফিডেন্সে একটু ঘাটতি ছিল, গতকালের শো’র পরে আর কোন দ্বিধা রইলোনা, আলহামদুলিল্লাহ। পাসপোর্টটা হাতে পেলেই গ্লোবাল অপারেশনে নিজের পৌরুষ দেখানোর চূড়ান্ত অপেক্ষায় দিন গুনছি, মাননীয় উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি চাতকের মত।

থ্যাংকস আমাদের ব্যান্ড দি অ্যা টিমের মেম্বার উজ্জ্বল সিনহা (কী বোর্ড, দলনেতা) জাকের রানা (বেজ গীটার) শামু বড়ুয়া (লীড গীটার) বিকাশ রয় (ড্রামস)। এরা আমার হাইড্রোজেন পার অক্সাইড। দেহ মন অস্তিত্বে বারুদ ঠেসে বসে আছি, অপেক্ষা শুধু চমকিত বিদ্যূতের আগুনে আলিঙ্গনের। সময় আর স্রোতের মত আসিফকেও ঠেকিয়ে রাখা যাবেনা, আল্লাহু আকবার। পুড়ি নাই … ভালবাসা অবিরাম…

(কণ্ঠশিল্পী আসিফের ফেসবুক থেকে নেওয়া)

Advertisement