Homeঅন্যান্যআসছে পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

আসছে পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

আগামী বুধবার (২৬ মে) পূর্ণ চন্দ্রগ্রহণ হতে পারে। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৬ মিনিট ৫ সেকেন্ডে থেকে শুরু হয়ে শেষ হবে রাত ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট থেকে ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত।

গত বৃহস্পতিবার (২০ মে) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. আছাদুর রহমান। এর আগে, এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রগ্রহণটি আগামী ২৬ মে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৬ মিনিট ৫ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের পিটকার্ন দ্বীপ থেকে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গতিপথে চাঁদের উপচ্ছায়ায় প্রবেশ করবে। যা ৩টা ৫৫ মিনিটে ফ্রেঞ্চ পলিনেশিয়া-এর পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর গতিপথে চাঁদের প্রচ্ছায়ায় প্রবেশ করবে। পরে ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের অ্যালোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর গতিপথে চাঁদের পূর্ণগ্রহণ শুরু হবে। চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে টোঙ্গা থেকে পূর্ব দিকের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গতিপথে।

পূর্ণগ্রহণ থেকে টোঙ্গা-এর ন্যাকুয়ালোফা দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গতিপথে চাঁদের সরে যাওয়া শুরু হবে ৫টা ২৮ মিনিটে। প্রচ্ছায়া থেকে চাঁদ সরে যাবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে যুক্তরাষ্ট্রের লয়লাটি আইল্যান্ড থেকে দক্ষিণ দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর গতিপথে। সবশেষ ম্যাকাও থেকে পশ্চিম দিকের কোরাল দ্বীপ গতিপথে গ্রহণের উপচ্ছায়া থেকে চাঁদ সরে যাবে রাত ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে।

আবহাওয়া অফিস আরো জানায়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট থেকে ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত।

এর মধ্যে ঢাকায় ৬টা ৪১ মিনিট থেকে ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত, ময়মনসিংহে ৪টা ৪২ মিনিট ৪২ সেকেন্ড থেকে রাত ৮টা ৫৩মিনিট পর্যন্ত। চট্টগ্রামে ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত, সিলেটে ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত, খুলনায় ৬টা ৪২ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত, বরিশালে ৬টা ৩৯ মিনিট থেকে ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত, রাজশাহীতে ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ড থেকে ৭টা ৫৯ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত এবং রংপুরে ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণ দেখা যাবে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

Advertisement