Homeসব খবরজাতীয়আল আকসা মসজিদে হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী

আল আকসা মসজিদে হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী

আজ বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ফিলিস্তিনে আল আকসা মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসকে লেখা চিঠিতে শেখ হাসিনা ইসরাইলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের জনগণ গভীর সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে এমন হামলার। সাধারণ নাগরিকের উপর হামলারও প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন আচরণ আন্তর্জাতিক মানবাধিকার পরিপন্থি। সংকট সমাধানে চিঠিতে আন্তর্জাতিক মহলের সুনজরের আহবান জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হলে তাদের ওপর অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর তাণ্ডব চালানো হয়। এতে শত শত ফিলিস্তিনি আহত হন। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

Advertisement