Homeসব খবরক্রিকেটআর মাত্র ৩টি উইকেট নিতে পারলে বিশ্বের চতুর্থ অলরাউন্ডার...

আর মাত্র ৩টি উইকেট নিতে পারলে বিশ্বের চতুর্থ অলরাউন্ডার হিসেবে বিশ্ব রেকর্ড করবেন মিরাজ

আগামীকাল বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিশ্বের চতুর্থ অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট লাভ করেছেন মাত্র তিনজন অলরাউন্ডার। তাদের মধ্যে একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাকি দুইজন হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বোথাম ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। ১৯৮০ সালে সর্বপ্রথম টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট নিয়েছিলেন ইয়ান বোথাম।

তিন বছর পর ১৯৮৩ সালে এই ক্লাবে যোগ দেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান। দীর্ঘদিন পর সেই তালিকায় যোগ দেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। ২০১৪ সালে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি। এইবার এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন মিরাজ। বল হাতে প্রথম ইনিংসে বিশ্বরেকর্ডের খুব কাছে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন চারটি উইকেট। প্রথম ইনিংসে সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে আবারও সুযোগ পেয়েছেন তিনি। আজ প্রথম টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ যে তিনটি উইকেট হারিয়েছে সে তিনটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাই আগামীকাল আর মাত্র ৩ টি উইকেট নিতে পারলেই ইয়ান বোথাম ইমরান খান এবং সাকিব আল হাসানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি এবং ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন মেহেদি হাসান মিরাজ।

Advertisement