Homeসব খবরক্রিকেটআর্জেন্টিনা সমর্থক সাকিব বললেন- 'আমিই জিতব বিশ্বকাপ'

আর্জেন্টিনা সমর্থক সাকিব বললেন- ‘আমিই জিতব বিশ্বকাপ’

ক্রিকেটে না পারলেও সমর্থক হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি জিততে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টি-টেন লিগে খেলতে সাকিব এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। সেখান থেকেই কাতার বিশ্বকাপ নিয়ে এমন মজার মন্তব্য করেছেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও তুলতে পারেননি। নিজের পারফর্মেন্স ছিল খুবই খারাপ।

বিশ্বকাপ কে জিতবে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি’। টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই দলের অধিনায়কও তিনি। সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে কাঁপছে তখন শুরু হবে এই ৬০ বলের প্রতিযোগিতা। সারা বিশ্বের ক্রিকেটারদেরও বিশ্বকাপ উন্মাদনায় শিহরিত। আলোচনায় রয়েছে তাদের পছন্দের দল ও কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে। সবাই তাদের পছন্দের দল বেছে নিয়েছেন। সাকিবের কাছ থেকে ভিন্ন উত্তর পাওয়া গেছে।

না খেলেই বিশ্বকাপ ট্রফি জিতবেন সাকিব- যা অনেকটা ফাঁকা মাঠে গোল করার মতো অবস্থা। অবশ্য আর্জেন্টিনাকে মন থেকে সমর্থন করেন সাকিব তা সবারই জানা। টি-টেন লিগের ফাঁকে আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে উড়ে যাবেন লিওনেল মেসির বিশাল ভক্ত সাকিব। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি তিনি মাঠে বসে দেখবেন। আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যাশায় আছেন টি-টেন লিগে সাকিবের দলের হয়ে খেলা নুরুল হাসান সোহান।

বিশ্বকাপ জিতবে ব্রাজিল, নিউজিল্যান্ডের বেন কাটিং ভবিষ্যদ্বাণী করে বলেছেন। তার স্বদেশী ডেভন কনওয়েও ব্রাজিলের সমর্থক। নিজ দেশ ইংল্যান্ডকে শিরোপাজয়ী হিসেবে দেখছেন বেনি হাওয়েল, জ্যাক লিন্টট, জ্যাক বলরা। এই দলের ব্যাটিং কোচ তাতেন্ডা তাইবুর পছন্দের দলও ইংল্যান্ড। ব্রাজিলকে এগিয়ে রাখছেন দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। আর্জেন্টিনা এবার শিরোপা জিতবে বলে নিশ্চিত দলের ব্যাটিং কোচ আফতাব আহমেদ।

Advertisement