Homeসব খবরক্রিকেটআমি কখনও ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব...

আমি কখনও ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব : মিরাজ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৮ রানে তুলে নিয়েছেন তিনটি উইকেট। আর এই ৭ উইকেট নিয়ে আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা র্র্যাংকিংয়ে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।

এই মুহূর্তে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের পর দুই নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এক নম্বরে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে সেরা দুইয়ের মধ্যে আসতে পেরে দারুণ খুশি জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ‘আলহামদুলিল্লাহ! র‍্যাংকিংয়ের দুই নম্বরে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি কখনও ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র্র্যাংকিংয়ে দুই নম্বরে আসব। আমার কাছে খুব ভালো লাগছে।’

“আমি যদি ইকোনমিটা ঠিক রাখি তাহলে আমার দলে খেলার সম্ভাবনাটা বেশি থাকবে এবং দলের সিচুয়েশন অনুযায়ী যদি আমি ব্রেকথ্রু দিতে পারি এবং গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং দলের জন্যও ভালো হবে।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার (২৮ মে) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। তবে সিরিজ জয় নিশ্চিত হলেও তৃতীয় ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য গতকাল এমনটাই জানিয়েছেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ।

Advertisement