Homeসব খবরবিনোদনআমার অবস্থা এখন সার্কাসের বুড়ো হাতির মত : জাহিদ...

আমার অবস্থা এখন সার্কাসের বুড়ো হাতির মত : জাহিদ হাসান

এ বছর ওটিটিতে অভিষেক হচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। ঠিক এই সময়ে ওটিটিতে যাত্রাটা কতটা সফলতা বয়ে আনবে সে চিন্তাই করছেন এই অভিনেতা। জাহিদ হাসান বললেন, জানি না কী করতে পারবো। আমার অবস্থা এখন সার্কাসের বুড়ো হাতির মতো।

এদিকে, নির্মাতা তানিম নূর অভিনেতা আফরান নিশোকে নিয়ে বানিয়েছিলেন ‘কাইজার’ নামে একটি সিরিজ। ‘কাইজার লেভেল টু’ নামে এবার সেই সিরিজটির দ্বিতীয় পর্ব বানাবেন পরিচালক। এতেই অভিনয় করবেন অভিনেতা জাহিদ হাসান।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে হইচই-এর নতুন কনটেন্ট ঘোষণায় এমনটিই জানানো হলো। ঘোষণার সেই মঞ্চেই নিজেকে সার্কাসের বুড়ো হাতির সঙ্গে তুলনা দিলেন জাহিদ হাসান। বললেন, সার্কাসের হাতি যখন বুড়ো হয়ে যায়, সে হাতির পারফর্মেন্স তো ভালো থাকে না। তাই সার্কাসের ম্যানেজারও তাকে খুব একটা আদর করে না। তখন সেই হাতিটাকে রাস্তায় ছেড়ে দেয়। রাস্তায় গাড়ি-মানুষ আটকায়, সালাম দেয় আর টাকা নেয়। এই হলো অবস্থা। আমার অবস্থা মোটামুটি ওই অবস্থায় গেছে কিনা, কে জানে!’

জাহিদ হাসানের বক্তব্যের পরই ‘কাইজার’র নির্মাতা তানিম নূর জানালেন, ছোটবেলা থেকেই জাহিদ হাসানের ভক্ত। তাই তার সঙ্গে কাজ করতে পারে স্বপ্নপূরণের মতোই।

পরিচালক বলেন, ছোটবেলা থেকে যার অভিনয়ের ভক্ত আমি। আমার হিরো আরকি। আমি ছোটবেলায় যার অভিনয়ের ভক্ত ছিলাম, যার অভিনয় দেখে বড় হয়েছি, আমার ছোটবেলার হিরো আরকি; তার সঙ্গে এবার আমার কাজ করার সুযোগ হচ্ছে। সেজন্য আমি খুবই উচ্ছ্বসিত।”

Advertisement